রাজ্য স্বাস্থ্য দপ্তরে একাধিক পদে কর্মী নিয়োগ করা হচ্ছে government jobs 2021



চাকরি প্রার্থীদের জন্য সুখবর রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধীনে কোভিড হাসপাতাল এ  বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ যে কোন জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন


পদের নাম :  স্টাফ নার্স

 মোট শূন্যপদ :  29 টি 

শিক্ষাগত যোগ্যতা :  যে কোন প্রতিষ্ঠান থেকে জিএনএম এবং জিএনএম নার্সিং পাশ করে থাকতে হবে প্রার্থীদের

মাসিক বেতন :  17,200 টাকা

বয়স সীমা :  18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে 1.1. 2021 তারিখ হিসেবে


পদের নাম :  ল্যাবরেটরী  টেকনিশিয়ান

শূন্যপদ : 1 টি

শিক্ষাগত যোগ্যতা :  সে কোন স্বীকৃত বোড অথবা যে কোন প্রতিষ্ঠান থেকে পদার্থবিদ্যা এবং রসায়ন বিদ্যা এবং জীব বিদ্যা অথবা উচ্চমাধ্যমিক পাশ থাকতে হবে এবং ওয়েস্ট বেঙ্গল মেডিকেল এবং টেকনোলজি নিয়ে ডিপ্লোমা অথবা কম্পিউটার এমএস অফিসে ইন্টারনেট সম্পর্কিত জানতে হবে প্রার্থীদের

মাসিক বেতন :  17,200 টাকা

বয়স সীমা :  21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে 1.1. 2021 তারিখ হিসাবে


পদের নাম : ক্রিটিক্যাল কেয়ার টেকনিশান

শূন্যপদ : 2 টি

শিক্ষাগত যোগ্যতা :পদার্থবিদ্যা, রসায়ন বিদ্যা ,এবং জীব বিদ্যা নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং মেডিকেল ক্রিটিক্যাল কেয়ার টেকনিশান  ডিপ্লোমা অথবা যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে টেকনোলজির থেকে গ্রাজুয়েশন পাস করে থাকতে হবে প্রার্থীদের

মাসিক বেতন :  17,200 টাকা

বয়স সীমা : 21 থেকে 39 বছরের মধ্যে বয়স হতে হবে 1.1. 2021 তারিখ হিসাবে

আবেদনের পদ্ধতি :  অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদনের সঙ্গে সেলফি টেস্টের এবং মাধ্যমিকের এডমিট কার্ড ,ভোটার কার্ড অথবা আধার কার্ড ,মাধ্যমিকের মার্কশীট এবং অন্যান্য শিক্ষাগত যোগ্যতা ও সার্টিফিকেট দিতে হবে

নিয়োগের স্থান :  ঝারগ্রাম

আবেদনের শেষ তারিখ :  9.8 .2021 বিকেল 5.00 পর্যন্ত

ওয়েবসাইটের লিংক : https://jhargram.gov.in/


বিজ্ঞপ্তি লিংক : https://www.wbhealth.gov.in/uploaded_files/careers/Recruitment_Notice_for_Covid-19_Volunteers_under_Jhargram.pdf


 টেলিগ্রাম লিংক : https://t.me/Karmasandhanofficials





রাজ্য স্বাস্থ্য দপ্তরে একাধিক পদে কর্মী নিয়োগ করা হচ্ছে government jobs 2021 রাজ্য স্বাস্থ্য দপ্তরে একাধিক পদে কর্মী নিয়োগ করা হচ্ছে government jobs 2021 Reviewed by Karmasandhan Recruitment on আগস্ট ০১, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

");
Blogger দ্বারা পরিচালিত.