চাকরি প্রার্থীদের জন্য সুখবর রাজ্য সরকারের কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের অর্গানাইজেশন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আবেদন করতে পারবেন চুক্তিভিত্তিক নিয়োগ করবে।
পদের নাম : কমিউনিটি অর্গানাইজার।
শূন্য পদের সংখ্যা : 32 টি।
শিক্ষাগত যোগ্যতা : উচ্চমাধ্যমিক পাশ হতে হবে যেকোনো অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রার্থীদের এমএস অফিস, ওয়ার্ড ,এক্সেল, পাওয়ার পয়েন্ট এর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স সীমা : 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে 1ই এপ্রিল 2021 তারিখ হিসাবে।
মাসিক বেতন : 10000 টাকা।
নিয়োগের স্থান : শিলিগুড়ি।
আবেদনের পদ্ধতি : অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনপত্র সমস্ত নথিপত্র শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের জমা করতে হবে ইন্টারভিউ তারিখের পরে জানিয়ে দেয়া হবে প্রার্থীদের আবেদনের শেষ তারিখ 17. 8. 2021 তারিখ পর্যন্ত।
ওয়েবসাইটের লিংক : https://www.kmcgov.in/KMCPortal/jsp/KMCPortalHome1.jsp
বিজ্ঞপ্তির লিংক : https://www.kmcgov.in/KMCPortal/downloads/Community_Organizers_NULM_02_08_2021.pdf
টেলিগ্রাম গ্রুপ : https://t.me/Karmasandhanofficials
কোন মন্তব্য নেই: