চাকরি প্রার্থীদের জন্য সুখবর ভারতীয় পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড তরফ থেকে এ্যাপ্রেন্টিস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
মোট শূন্যপদ : 167 টি ।
পদের নাম : কেমিকাল ইঞ্জিনিয়ারিং , সিভিল ইঞ্জিনিয়ারিং ,কম্পিউটার সাইন্স & ইঞ্জিনিয়ারিং ,ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রিকে লেক্ট্রিক্যাল / ইলেকট্রনিক্স এনকিনীরইনকে ,সেফটি ইঞ্জিনিয়ারিং./ সেফটি এন্ড ফায়ার এনকিনীড়িং ,মেকানিকাল ইঞ্জিনিয়ারিং ,ইঞ্জিনিয়ারিং / ফলিত ,ইলেক্ট্রনিক্স এবং ল্যানস্ট্রিমেন্টেশন ইঞ্জিনিয়ারিং /
আমি নবজাতক প্রযুক্তি / ল্যান্সারমেন্টেশন এবং কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং / ইলেক্ট্রনিক্স ও লনস্ট্রিমেন্টেশন ইঞ্জিনিয়ারিং ,মেটাল্লুরজি ইঞ্জিনিয়ারিং ,কেমিকাল ইঞ্জিনিয়ারিং ,ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিকাল & ইলেকট্রনিক্স এনকিনীড়িং ,মেকানিকাল ইঞ্জিনিয়ারিং ,লন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং এনকিনীরইনকে & লন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং / লন্সট্রুমেন্টেশন টেকনোলজি/ লন্সট্রুমেন্টেশন এন্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রনিক্স এন্ড লন্সট্রুমেন্টেশন এনকিনীরইনকে।
শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীদের গ্র্যাজুয়েট এ্যাপ্রেন্টিস এর ক্ষেত্রে ন্যূনতম 60 % নম্বর নিয়ে সংশ্লিষ্ট ডিসিপ্লিন first-class ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে এবং টেকনিশিয়ান ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ন্যূনতম 60% নাম্বার নিয়ে ডিসিপ্লিনের first-class ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকতে হবে।
তপশিলি জাতি ও তপশিলি উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের 50% নাম্বার থাকতে হবে তবে আবেদন করা যাবে।
ট্রেনিং এর সময়সীমা ও স্টাইপেন ; গ্যাজুয়েট অ্যাপ্রেন্টিস প্রতি মাসে বেতন হবে 25000 টাকা এবং ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস প্রতি মাসে বেতন হবে 18000 টাকা স্টাইপেন্ডের সবক্ষেত্রে ট্রেনিং এর সময়সীমা 1 বছর রাখা হয়েছে।
বয়স সীমা : 18- 28 বছরের মধ্যে বয়স হতে হবে 1ই আগস্ট 2021 তারিখ হিসাবে প্রার্থীদের জন্ম হতে হবে 1ই আগস্ট 1994 থেকে 2003 এর মধ্যে সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবে।
প্রার্থী বাছাইয়ের পদ্ধতিতে : প্রার্থীদের নিয়োগ করা হবে ও প্রার্থীদের ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
আবেদনের লিংক :https://portal.mhrdnats.gov.in/boat/login/user_login.action
বিজ্ঞপ্তির লিংক : http://portal.mhrdnats.gov.in/sites/default/files/file_upload/BPCL_Notification.pdf
টেলিগ্রাম গ্রুপের : https://t.me/Karmasandhanofficials
কোন মন্তব্য নেই: