চাকরি প্রার্থীদের জন্য সুখবর 100 দিনের কাজের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিক পাশের পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবেন প্রকল্পের নাম গ্রাম রোজগার সহায়ক।
পদের নাম : গ্রাম রোজগার সহায়ক ।
শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীদের উচ্চমাধ্যমিকে 50% নম্বর নিয়ে বিজ্ঞান বিভাগে পাস করে থাকতে হবে প্রার্থীরা উচ্চ মাধ্যমিক গণিত এবং পদার্থবিজ্ঞান বিষয় পড়ে থাকতে হবে ভোকেশনালে উচ্চমাধ্যমিক পাশ করেছেন তারাও আবেদন করতে পারবেন অন্ততপক্ষে 6 মাসের কম্পিউটারে কোর্স থাকতে হবে।
বয়স সীমা : 18 থেকে 35 বছরের মধ্যে বয়স হতে হবে 17 ই জুলাই 2021 তারিখ হিসাবে বয়স হতে হবে।
মাসিক বেতন : 12,000 টাকা।
আবেদনের পদ্ধতি : আবেদন করতে হবে অফলাইনে এর মাধ্যমে নির্দিষ্ট আবেদনপত্র পূরণ করতে হবে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত একটি মুহূর্ত থামেতে অফিসে বক্সে সরাসরি জমা দিতে হবে এবং পোষ্টের মাধ্যমে জমা করতে হবে যে কোন কার্য দিবসে সকাল 11 টা থেকে বিকেল 4 টের মধ্যে 17 জুলাই বিকাল 5 টে পর্যন্ত আবেদনের শেষ তারিখ।
আবেদন ফি : শূন্য
ওয়েবসাইটের লিংক : https://hooghly.nic.in/notice_category/recruitment/
বিজ্ঞপ্তি লিংক : https://cdn.s3waas.gov.in/s3aff1621254f7c1be92f64550478c56e6/uploads/2021/06/2021062193.pdf
টেলিগ্রাম গ্রুপ : https://t.me/Karmasandhanofficials
কোন মন্তব্য নেই: