উচ্চমাধ্যমিক পাশে শিক্ষা বোর্ডে ক্লার্ক নিয়োগের বিজ্ঞাপ্তি প্রকাশিত হয়েছে( nbe recruitment 2021,jobs)
চাকরি প্রার্থীদের জন্য সুখবর কেন্দ্রীয় সরকারের জাতীয় শিক্ষা বোর্ডে ক্লার্ক সহ বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন যে কোন জেলা থেকে আবেদন করা যাবে।
পদের নাম : জুনিয়র অ্যাসিস্ট্যান্ট।
মোট শূন্যপদ : 30 টি ।
শিক্ষাগত যোগ্যতা : যে কোন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটারে জ্ঞান থাকা দরকার যেমন উইন্ডোজ নেটওয়ার্ক নানান ধরনের কাজ জানতে হবে প্রার্থীদের।
পদের নাম : সিনিয়র এসিস্টেন্ট।
মোট শূন্যপদ : 8 টি ।
শিক্ষাগত যোগ্যতা : যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা যে কোন বিষয়ে ব্যাচেলার ডিগ্রি পাস থাকলেই আবেদন করতে পারবেন।
পদের নাম : জুনিয়র একাউন্টেন্ট।
মোট শূন্যপদ : 4 টি।
শিক্ষাগত যোগ্যতা : যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অংক অথবা স্ট্যাটিস্টিক অথবা কমার্স নিয়ে ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে এবং যেকোনো সরকারি প্রতিষ্ঠান থেকে একাউন্টের কাজের সম্পর্ক 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদের দের ।
বয়স সীমা : প্রার্থীদের বয়স হতে হবে 27 বছরের নিচে বয়স হিসাবে 14 ই আগস্ট 2021 তারিখে সরাসরি নিয়ম অনুসারে প্রার্থীরা বয়সের ছাড় পেয়ে যাবেন।
আবেদনের পদ্ধতি : আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে আগামী 15 ই জুন 2021 তারিখ থেকে 14 ই আগস্ট 2021 তারিখ পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অবশ্যই আবেদন করুন।
আবেদন ফি : জেনারেল ওবিসি প্রার্থীদের 1500 টাকা এবং তপশিলি জাতি ও তপশিলি উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী ও মহিলাদের প্রার্থী কোন ফি দিতে হবে না।
ওয়েবসাইটের লিংক : https://www.natboard.edu.in/
বিজ্ঞপ্তি লিংক : https://natboard.edu.in/viewNotice.php?NBE=K3NxMFFZSTV4WlBZbk5ndm9odDQrUT09
টেলিগ্রাম গ্রুপের লিংক : https://t.me/Karmasandhanofficials
কোন মন্তব্য নেই: