চাকরি প্রার্থীদের জন্য সুখবর পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 3 মাসের চুক্তিতে নিয়োগ করা হবে যে কোন জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম : মাইকো বায়োলজিস্ট।
মোট শূন্যপদ : 2 টি।
শিক্ষাগত যোগ্যতা : যেকোন বিশ্ববিদ্যালয় অথবা মহাকুমার বায়োলজিস্ট ও বায়োটেকনোলজিতে প্রথম বিভাগে স্নাতক ডিগ্রী অথবা দ্বিতীয় স্নাতক ডিগ্রি সঙ্গে পিএইচডি ডিগ্রি থাকতে হবে যে কোন প্রতিষ্ঠানে অন্ততপক্ষে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
মাসিক বেতন : 40,000 টাকা ।
বয়স সীমা : 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে 1.1 .2021 তারিখ অনুযায়ী সংক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবে ।
পদের নাম ; ডাটা এন্ট্রি অপারেটর।
মোট শূন্যপদ ; 4 টি।
শিক্ষাগত যোগ্যতা : যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় স্নাতক এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন এ অন্ততপক্ষে 1 বছরের কাজের অভিজ্ঞতা ডিপ্লোমা পাস এর সঙ্গে সরকার স্বীকৃত যে কোন সংস্থানের 3 বছরের কাজের অভিজ্ঞতা অথবা বেসরকারি সংস্থার ডাটা রেকর্ডিং এবং ডাটা এনালাইসিস নিয়ে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং ইন্টারনেট নিয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে ইংরাজীতে প্রতিটি শব্দের লেখার দক্ষতা থাকতে হবে।
মাসিক বেতন : 13,000 টাকা।
বয়স সীমা : 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে 1.1 .2021 তারিখ অনুযায়ী সংক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবে ।
পদের নাম : মেডিকেল টেকনোলজিস্ট।
মোট শূন্যপদ ; 4 টি ।
শিক্ষাগত যোগ্যতা : যে কোন স্বীকৃত অথবা যে কোন প্রতিষ্ঠানটিকে পদার্থবিজ্ঞান ও রসায়ন বিদ্যা এবং জীব বিদ্যা উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে ও মেডিকেল টেকনোলজি ডিপ্লোমা কম্পিউটার কোর্সে 3 বছরের সার্টিফিকেট থাকতে হবে।
মাসিক বেতন : 17,000 টাকা।
বয়স সীমা : 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে 1.1 .2021 তারিখ অনুযায়ী সংক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবে।
আবেদনের পদ্ধতি : আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে অনলাইনে আবেদন করার করতে পারবেন 5.7 . 2021 তারিখ পর্যন্ত।
আবেদন ফি : 100 টাকা সংরক্ষিত প্রার্থীদের জন্য 50 টাকা আবেদন ফি জমা দেয়া যাবে ডাক্ট এর মাধ্যমে ।
ওয়েবসাইটের লিংক : http://wwrry.wbhealth%27sov%27in/Recruitmentr
বিজ্ঞপ্তির লিংক : https://cdn.s3waas.gov.in/s3a5bfc9e07964f8dddeb95fc584cd965d/uploads/2021/06/2021061752.pdf
টেলিগ্রাম গ্রুপের লিংক : https://t.me/Karmasandhanofficials
কোন মন্তব্য নেই: