1500 শূন্যপদে মাধ্যমিক পাশে যোগ্যতা কোলফিল্ডস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে (ncl recruitment 2021)
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর এইট পাস এবং মাধ্যমিক পাশে কোলফিল্ডস কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কোল ইন্ডিয়া লিমিটেড অধীনস্থ একটি সংস্থা প্রশিক্ষণ দিয়ে নিয়োগ করা হবে প্রশিক্ষণ চলাকালীন প্রতিমাসে স্টাইপেন পাবেন প্রার্থীরা পশ্চিমবঙ্গ যে কোন জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন শুধুমাত্র ভারতীয় নাগরিক হতে হবে।
মোট শূন্যপদ : 1500 টি ।
পদের নাম : Fitte।
মোট শূন্যপদ : 800 টি ।
শিক্ষাগত যোগ্যতা ;মাধ্যমিক পাশ করে থাকলেই আবেদন করতে পারবেন এবং এর সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রে এন সি ভি টি এবং এসিভিটি থেকে আইটিআই পাস করে থাকতে হবে প্রার্থীদের।
পদের নাম : Welder (Gas & Electric )
মোট শূন্যপদ : 100 টি ।
শিক্ষাগত যোগ্যতা ;অষ্টম শ্রেণি পাস করে থাকতে হবে আবেদন করতে পারবেন এবং এর সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রে এন সি ভি টি এবং এসিভিটি আইটিআই পাস হতে হবে প্রার্থীদের।
পদের নাম : Electric ian।
মোট শূন্যপদ : 500 টি।
শিক্ষাগত যোগ্যতা ;মাধ্যমিক পাশ করে থাকলেই আবেদন করতে পারবেন সঙ্গে এনসিভিটি এবং এস সি ভি টি আইটিআই পাশে থাকতে হবে।
পদের নাম : Motor Mecha nic।
মোট শূন্যপদ : 100 টি।
শিক্ষাগত যোগ্যতা ;মাধ্যমিক পাশ করে থাকলেই আবেদন করতে পারবেন সঙ্গে এনসিভিটি এবং এস সি ভি টি আইটিআই পাশে থাকতে হবে।
বয়স সীমা : 16 থেকে 24 বছরের মধ্যে বয়স হতে হবে 30.06.2021 তারিখ অনুযায়ী।
আবেদনের পদ্ধতি ; অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করা যাবে আগামী 10 6. 2021 তারিখ থেকে 9.07. 2021 তারিখ পর্যন্ত বিকাল 5 টা পর্যন্ত।
ওয়েবসাইটের লিংক : http://nclcil.in/HI/page.php?pid=157
আবেদনের লিংক : https://ncliti.co.in/public/apply
বিজ্ঞপ্তির লিংক : http://nclcil.in/recruitment/appren/Apprenticeship(English)%202021.pdf
টেলিগ্রাম গ্রুপের লিংক : https://t.me/Karmasandhanofficials
কোন মন্তব্য নেই: