ভারতীয় সেনাবাহিনীতে জাজেস অ্যাড ভোকেট জেনারেল ও এন্ট্রি স্কিমে মাধ্যমে কর্মী নিয়োগ করা হচ্ছে শুধুমাত্র ভারতীয়রাই আবেদন করতে পারবেন এই পদের জন্য।
মোট শূন্যপদ : 8 টি।
পুরুষ প্রার্থীদের শূন্যপদ 6 টি মহিলা প্রার্থীদের শূন্যপদ 2টি।
ভারতীয় সেনাবাহিনীতে শর্ট সার্ভিস কমিশনের নিয়োগ করবে তার আগে ট্রেনিং হবে 27 অক্টোবর 2021 তারিখে।
শিক্ষাগত যোগ্যতা : উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন এবং 5 বছর কোর্স বা গ্যাজুয়েশন এরপর 3 বছর কোর্সের এলএলবি পড়ে ন্যূনতম 50 শতাংশ নাম্বার নিয়ে পাস করে থাকতে হবে প্রার্থীদের যদিও বা কাউন্সিলিংয়ের মাধ্যমে অ্যাডভোকেট হিসাবে নাম নথিভুক্ত হবার যোগ্য হতে পারবেন প্রার্থীরা।
মাসিক বেতন : 56100 থেকে 177,500 টাকা।
বয়স সীমা : 21 থেকে 27 বছর বয়স হতে হবে 1ই জুলাই 2021 তারিখ হিসেবে।
শারীরিক মাপজোক : পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম 157.5 সেন্টিমিটার উচ্চতা হওয়া দরকার এবং সেইসঙ্গে অনুপাতে ওজন।
মহিলা প্রার্থীদের উচ্চতা : হতে হবে 157 কেজি ওজন হতে হবে 42 কেজি উত্তর-পূর্বাঞ্চলে প্রার্থীদের উচ্চতা হতে হবে 5 সেমি ও ওজনের সে অনুপাতে ছাড় পাবেন না প্রার্থীরা।
শারীরিক সক্ষমতা : 15 মিটার 2.4 কিমি দৌড়াতে হবে 13:25 এবং চিন আপ এবং 3 থেকে 4 মিটার ক্লাইম্বিং।
ট্রেনিং এর সময়সীমা : 39 সপ্তাহ ট্রেনিং চেন্নাই অফিসেই ট্রেনিং এবং একাডেমিতে ট্রেনিং চলাকালীন বিয়ে করা যাবে না।
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি : প্রার্থীদের মেধাতালিকা ভিত্তি করে কাট অফ মার্কস ঠিক করা হবে।
আবেদনের পদ্ধতি : অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করা যাবে আগামী 4 এই জুন দুপুর 3টে পর্যন্ত।
আবেদনের লিংক : http://www.joinindianarmy.nic.in/
বিজ্ঞপ্তি লিংক : http://www.joinindianarmy.nic.in/writereaddata/Portal/NotificationPDF/JAG_MEN_27.pdf
টেলিগ্রাম গ্রুপের লিংক : https://t.me/Karmasandhanofficials
কোন মন্তব্য নেই: