সংস্কৃতি দপ্তরে কর্মী নিয়োগে আবার বিজ্ঞপ্তি প্রকাশিত হল সকল প্রার্থীর আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ 3মে।
পদের নাম : হেল্পার।
মোট শূন্যপদ : 5টি
শিক্ষাগত যোগ্যতা : উচ্চমাধ্যমিক বা গ্রাজুয়েশন পাস থাকলেই প্রার্থীর আবেদন করতে পারবেন।
মাসিক বেতন : 20,000 টাকা।
বয়স সীমা : হেলপার পদে আবেদন করা বয়স হতে হবে সর্বোচ্চ 55 বছরের মধ্য ।
পদের নাম : অ্যাসিস্ট্যান্ট।
মোট শূন্যপদ :5টি
শিক্ষাগত যোগ্যতা : যে কোন শাখা থেকে গ্রাজুয়েশন পাশ করে থাকলে আবেদন করতে পারবেন এবং সঙ্গে ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স থাকতে হবে উভয় ক্ষেত্রে আবেদনকারীদের জানোনা হচ্ছে কম্পিউটার জ্ঞান থাকতে হবে।
মাসিক বেতন : 25,000 টাকা।
বয়স সীমা : বয়স হতে হবে 35 বছরের মধ্যে।
পদের নাম : প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট।
শিক্ষাগত যোগ্যতা :যেকোন শাখা থেকে মাস্টার ডিগ্রি পাস করে থাকতে হবে এবং সেই বিষয়ে ইতিহাসে মাস্টার ডিগ্রি সঙ্গে অভিজ্ঞতা থাকতে হবে এবং সব ক্ষেত্রে কম্পিউটার জ্ঞান থাকতে হবে।
মাসিক বেতন : 30,000 টাকা ।
href="/2021/04/gramin-dak-sevak-recruitment-2021-apply.html" target="_blank">বয়স সীমা :52 বছরের মধ্য বয়স হতে হবে।
নির্বাচনের পদ্ধতি : নিয়োগ করা হবে কেবলমাত্র ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীদের।
আবেদনের পদ্ধতি : আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করতে হবে এবং সমস্ত নথিপত্র সংযুক্ত করে আবেদনকারীদের স্ক্যান করে পাঠাতে হবে ইমেইলের মাধ্যমে প্রার্থীদের আবেদনপত্র পাঠানোর শেষ তারিখঃ3মে 2021 তারিখ।
আবেদন পত্র পাঠাতে হবে ইমেইলের মাধ্যমে : [email protected]
আবেদনপত্র ডাউনলোড করার লিংক : http://ignca.gov.in/vaccancy/26042021_Project_Assistant_&Assistant_&helper.pdf
Reviewed by Karmasandhan Recruitment on এপ্রিল ৩০, ২০২১ Rating:









কোন মন্তব্য নেই: