5 হাজারের বেশি শূন্য পদে ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে (sbi recruitment 2021 notification)
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লিমিটেড থেকে কাস্টমার সাপোর্ট এন্ড সেলস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শুধুমাত্র ভারতীয়রা আবেদন করতে পারবেন এই পদের জন্য।
মোট শূন্যপদ : 5000 টি ।
পশ্চিম বঙ্গ মোট শূন্যপদ : 273 টি ।
US 111 ,SC 62, ST 13 , OBC 60, EWS 27
শিক্ষাগত যোগ্যতা : যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট থেকে যেকোন শাখা থেকে স্নাতক শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে 16 ই আগস্ট 2021 তারিখের মধ্যে।
বয়স সীমা : 1 এপ্রিল 2021 তারিখ হিসাবে বয়স হতে হবে 20 থেকে 28 বছরের মধ্যে জন্মের তারিখ 2এপ্রিল 1993 থেকে 1 এপ্রিল 2001 তারিখে মধ্যে সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবে।
মাসিক বেতন : 17900-47920 টাকা এবং বেসিক পে 19900 টাকা।
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি : অনলাইনে পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে পরীক্ষা দুটি পর্যায়ে পিলিমিনারি মেইন পরীক্ষার মাধ্যমে প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য সময় 2021 জুন তারিখে।
আবেদন ফি : 750 টাকা তপশিলি জাতি ও তপশিলি উপজাতি প্রাক্তন সেনা কর্মী ও শারীরিক প্রতিবন্ধীদের কোন টাকা দিতে লাগবেনা।
আবেদনের পদ্ধতি : অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করা যাবে আগামী 17 ই মে পর্যন্ত।
ওয়েবসাইটের লিংক : https://bank.sbi/web/careers
বিজ্ঞপ্তি লিংক : https://bank.sbi/documents/77530/11154687/060421-Detailed_Advertisement_JA_2021.pdf/df0c82ff-afdd-0ab5-af90-027b7fb90818?t=1619441279335
টেলিগ্রাম গ্রুপের লিংক : https://t.me/Karmasandhanofficials
কোন মন্তব্য নেই: