পদের নাম : ডাইভার সম্পন্ন চুক্তিভিত্তিতে ড্রাইভার পদে নিয়োগ করা হবে।
শূন্যপদ : 5 টি।
শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণী পাস ও উচ্চতর শিক্ষার যোগ্যতা থাকলে আবেদনযোগ্য করা হবে।
বয়স সীমা : সর্বোচ্চ 40 বছরের মধ্যে বয়স হতে হবে 31 শে ডিসেম্বর 2021 তারিখ হিসাবে।
বেতন : 11,500 টাকা।
আবেদনের পদ্ধতি : আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন ডাউনলোড করা যাবে আবেদনপত্র নথিপত্র সঙ্গে সেল্ফ অ্যাটেস্টেড করার কপি সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে জমা দেয়ার শেষ তারিখ 25 শে জানুয়ারি 2021।
আবেদনের সঙ্গে নথিপত্র জমা দিতে হবে : সমস্ত ডকুমেন্ট এক কপি জমা দিতে হবে।
ওয়েবসাইটের লিংক : http://wbpolice.gov.in/WBP/Common/WBP_Recruitment_Notice.aspx?Id=2021/0001
বিজ্ঞপ্তি লিংক : http://wbpolice.gov.in/writereaddata/wbp/Prospectus.pdf
আবেদনপত্র লিংক : http://wbpolice.gov.in/writereaddata/wbp/ApplicationForm.pdf
কোন মন্তব্য নেই: