রিলায়েন্স জিও চমৎকার প্রিপেড রিচার্জ রয়েছে গ্রাহকদের প্রতিদিন 2GB হাই স্পিড ডাটা অফার করা হয়েছে মুকেশ আম্বানি কোম্পানিভোডাফোন আইডিয়া ,এয়ারটেলের তুলনায় অনেক কম টাকায় যথেষ্ট বেশি পরিমাণে ডাটা অফার করা হয়।
Jio 444 টাকার প্যাকেট সঙ্গে জনপ্রিয় হয়েছে 500 টাকার নিচে এই প্রিপেড প্ল্যান রয়েছে একাধিক আকর্ষণীয় অফার রিলায়েন্স জিও তরফ থেকে সেই 444 টাকা প্রিপেড রিচার্জ।
এখন থেকে জিও তে অন্যান্য নেটওয়ার্কে কল করার জন্য বিনামূল্যে ভয়েস কলের সুবিধা পাওয়া গিয়েছে আয়ুশি চার্জ এর ফলে অন্যান্য কোন নেটওয়ার্কে সঙ্গে কলিং এর মিনিট পেয়ে যান ইউজাররা আনলিমিটেড।
প্রিপেইড রিচার্জ প্ল্যান রয়েছে গ্রাহকদের 2 Gb ইন্টারনেট অফার করা হয় সেই প্ল্যান গুলির মধ্যে 249 টাকা 598 টাকা 599 টাকা 2399 টাকা এবং 2599 টাকায় জিও ইউজারদের জন্য প্রতিদিন 2gb হাই স্পিড ডাটা ব্যবহার করতে পারবেন ।
কোন মন্তব্য নেই: