প্রায় 10,000 অঙ্গনারী কর্মী ও সহায়ক পদে নিয়োগের নতুন বিজ্ঞপ্তি আসছে ( ICDS recruitment 2021)

 

প্রায় 10,000 আশা কর্মী নিয়োগ করছে অবশেষে অর্থ দপ্তরের ছাড়পত্র মিলল রাজ্যজুড়ে অঙ্গনারী কেন্দ্র বিপুল সংখ্যক কর্মী ও সহায়িকা পদের খালি সেইসব  নারী ও শিশু কল্যাণ দপ্তর এর পক্ষ থেকে নির্দেশ জারি করা হয়েছে এই নির্দেশ পাঠিয়ে দেয়া হয়েছে সব জেলাশাসকের জানা গিয়েছে সব জেলা মিলিয়ে আনুমানিক 10,000  মতন খালি পদ রয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যেসব ব্লকের আইসিডিএস প্রকল্প আইন জটিলতা নেই সেখানে দুটো নিয়োগের প্রক্রিয়া শুরু করে দিতে হবে স্বাস্থ্য খাতে বিপুল পরিমাণে টাকা ব্যয় করতে হবে বলে গত বছরের এপ্রিল মাসে অর্থতত্ত্ব জানিয়েছেন নতুন করে নিয়োগের প্রক্রিয়া শুরু করা যাবে না কোনোভাবেই অতিরিক্ত ব্যয় করা যাবেনা সেপ্টেম্বর মাসে ফের অর্ডার করে জানিয়ে দেয়া হয় 

অঙ্গনারী কর্মী ও সহায়ক পদে নিয়োগের  2021 সালের 31 মার্চ পর্যন্ত  আসন্ন নিয়োগ বিজ্ঞপ্তিতে অঙ্গনারী কর্মী সহায়ক পদে নিয়োগ বিজ্ঞপ্তি কিছুদিন পরেই প্রকাশিত হবে

আইসিডিএস কর্মী পদে নিয়োগের নির্দেশ দিয়েছে  রাজ্যে 576 আইসিডিএস প্রকল্পের মোট 1 লক্ষ 19  হাজার 419 অঙ্গনারী কেন্দ্র 1লক্ষ 16 হাজার  775 চালু হয়েছে অঙ্গনারী কর্মী ও সহায়ক পদে বিপুল সংখ্যক পদ খালি রয়েছে তা স্বীকার করে নিয়েছে কিন্তু সঠিক পথ কত খালি আছে  কর্তাদের বক্তব্য জেলায় জেলায় খালি পদের সংখ্যা প্রতিনিয়ত পরিবর্তন হয়ে থাকে দক্ষিণ 24 পরগনা পদে  এবং মিলিয়ে 2500  বেশি রয়েছে

প্রায় 10,000 অঙ্গনারী কর্মী ও সহায়ক পদে নিয়োগের নতুন বিজ্ঞপ্তি আসছে ( ICDS recruitment 2021) প্রায় 10,000 অঙ্গনারী কর্মী ও সহায়ক পদে নিয়োগের নতুন বিজ্ঞপ্তি আসছে ( ICDS recruitment 2021) Reviewed by Karmasandhan Recruitment on জানুয়ারী ২২, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

");
Blogger দ্বারা পরিচালিত.