রাজ্য সরকারি হাসপাতালে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে অষ্টম শ্রেণী পাস রাজ্যের 23 জেলায় আবেদন করতে পারবেন।
পদের নাম: ল্যাবরটরি এটেনডেন্ট।
শূন্য পদ: 6 টি।
যোগ্যতা : অষ্টম শ্রেণী পাস থেকে গ্রাজুয়েশন পাস পর্যন্ত প্রার্থীর আবেদন করতে পারবে।
বয়স সীমা : 18 থেকে 40 বছরের মধ্যে আবেদনকারী বয়স হতে হবে ১ই ডিসেম্বর ২০২০ তারিখ বয়সের ছাড় পাবেন SC/ST/OBC ছাড় পেয়ে যাবেন 3 বছরে।
বেতন : Pay Level 1 Of The Pay Matrix Of Ropa 2019।
আবেদনের পদ্ধতি : আপনাদের নির্দিষ্ট ফরমে আবেদন পত্র পূরণ করতে হবে মেডিকেল কলেজে ঠিকানায় পাঠাতে হবে।
আবেদন পাঠাতে হবে 31 শে ডিসেম্বর 2020 তারিখের মধ্যে।
নিয়োগের পদ্ধতি : লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে ও ইন্টারভিউ মাধ্যমিক পরীক্ষা নির্বাচনী প্রার্থীদের নাম আগামী 4 ই জানুয়ারি 2021 তারিখে প্রকাশিত করা হবে।
ওয়েবসাইটের লিংক : http://nrsmc.edu.in/
বিজ্ঞপ্তি লিংক : https://www.wbhealth.gov.in/uploaded_files/careers/7524.pdf
কোন মন্তব্য নেই: