ভারতীয় স্থল ও বিমান ও নৌবাহিনী গ্যাজুয়েট তরুণ-তরুণীকে নিয়োগ করা হচ্ছে 345 জনকে বিভিন্ন ট্রেনিং দিয়ে প্রার্থী বাছাই করা হবে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এক্সামিনেশন 2021 এর এসএসসি উইমেন নন-টেকনিক্যাল সহ আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা : ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে ট্রেনিং একাডেমির জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট পাশ করতে হবে ইন্ডিয়া নাভাল একাডেমীর জন্য ইঞ্জিনিয়ারিং ডিগ্রী থাকতে হবে এয়ারফোর্সে একাডেমির জন্য যেকোন শাখা থেকে গ্যাজুয়েট ও উচ্চ মাধ্যমিক ফিজিক্স এবং ম্যাথামেটিক্স নিয়ে পড়ে থাকতে হবে অথবা ইঞ্জিনিয়ার্স চূড়ান্ত বর্ষের পরীক্ষা বসেছেন বসেনি তারায় শর্তসাপেক্ষ আবেদন করতে পারবেন আর্মি এয়ারফোর্সে প্রথম পছন্দ হিসেবে হবে গ্র্যাজুয়েট হবার সার্টিফিকেটে দাখিল করে এসএসসি ইন্টারভিউর প্রথমদিন নির্দেশিত ।
মহিলা অবিবাহিতরা শুধুমাত্র অফিসার ট্রেনিং একাডেমী চেন্নাই 111 তম এসএসসি কোর্সের জন্য আবেদন করতে পারবেন অবিবাহিত কেবলমাত্র অফিসার ট্রেনিং একাডেমির সার্টিফিকেট কোর্স এর ক্ষেত্রে বিবাহিত ও অবিবাহিত পুরুষদের জন্য বিচ্ছিন্ন বলে গণ্য হবে না।
বয়স সীমা : 1ই জানুয়ারি 2020 তারিখে 20 থেকে 24 বছরের মধ্যে হতে হবে অর্থাৎ জন্ম হতে হবে 22 শে জানুয়ারি 1998 এর আগে হবে না বা একেই জানুয়ারি 2002 এর পরে হবে না সিপিএম থাকতে বয়সের উর্ধ্বসীমা 26 বছর রাখা হয়েছে।
বেতন : 56100-177500 টাকা।
প্রার্থী বাছাই : প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি ইন্ডিয়ান নভাল অ্যাক্যাডেমি ওই আচার্যের পরীক্ষা হবে 300 নম্বরের সময় 6 ঘন্টা জেনারেল নলেজ ও এনিম মেয়েটারই ম্যাথামেটিক্স তিনটি বিষয়ের প্রতি 100 নম্বরের প্রশ্ন থাকবে অফিসার ট্রেনিং একাডেমির ক্ষেত্রে পরীক্ষা 200 নম্বরের সময় চার ঘণ্টা ইংরেজি জেনারেল নলেজ এর বিষয় প্রতিটি 100 নম্বরের প্রশ্ন থাকবে প্রশ্ন হবে অবজেক্টিভ টাইপ এর জেনারেল।
আবেদনের ফি : 200 টাকা রাখা হয়েছে এস বি আই এর যেকোন শাখা থেকে ক্যাসে এস বি আই ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাংকিং এর মাধ্যমে ফ্রি দেয়া যাবে মহিলা ও তপশিলি কোন ফি দিতে হবে না ।
আবেদনের পদ্ধতি : অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করা যাবে 17 ই নভেম্বর সন্ধ্যা 6 টা পর্যন্ত।
ওয়েবসাইটের লিংক : https://www.upsconline.nic.in/
বিজ্ঞপ্তির লিংক : https://upsc.gov.in/sites/default/files/Notif-CDSE-I-21-Engl.pdf
কোন মন্তব্য নেই: