রাজ্যজুড়ে চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর রাজ্য পুলিশের বিভাগের প্রচুর শূন্য পদ ও কনস্টেবল ও লেডি কনস্টেবলের নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে রাজ্য সরকার থেকে নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গ পুলিশ পশ্চিমবঙ্গের নতুন জেলা গঠন করা হয়েছে নতুন করে পুলিশে নিয়োগ হয়নি তাই প্রচুর শূন্যপদ ফাঁকা রয়েছে রাজ্যজুড়ে।
রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছে যে রাজ্যে মোট 24000 শূন্যপদে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ করা হবে তবে 2400 শূন্যপদে ইন্সপেক্টর নিয়োগ এর কথা জানিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে যে জঙ্গলমহল এলাকায় 5500 জুনিয়র কনস্টেবল নিয়োগ করা হয়েছিল তবে সরাসরি কনস্টেবল পদে উত্তীর্ণ করা হয়েছে এতদিন রাজ্যজুড়ে সিভিক পুলিশ ও হোম গার্ডের বেতন বৃদ্ধি সংক্রান্ত সম্পূর্ণ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পদের নাম : কনস্টেবল লেডি কনস্টেবল নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক পাস সমতুল্য থাকতে হবে ।
বয়স সীমা : 18 থেকে 7 বছরের মধ্যে হতে হবে এসটি /এসসি প্রার্থীরা 5 বছরের ছাড় পাবেন ওবিসি প্রার্থীরা 3বছর বয়সে ছাড় পেয়ে যাবে।
শারীরিক কনস্টেবল মাপজোক : উচ্চতা হতে হবে 167 সেমি ওজন হতে হবে 70 কেজি ছাতি হতে হবে 78 সে মি 5 সেমি ফলাতে হবে গোর্খা জ্ঞারওয়াল রাজবংশীদের জন্য প্রার্থীদের উচ্চতা হতে হবে 160 সেমি ওজন 53 কেজি 76 সেমি আপনাদের 1600 মিটার দৌড়াতে হবে ৬ মিনিটে ও 30 সেকেন্ডের মধ্যে।
শারীরিক যোগ্যতা লেডিস কনস্টেবল : লেডি কনস্টেবল এর উচ্চতা হতে হবে 160 সেমি ওজন হতে হবে 49 কেজি গোর্খা জ্ঞারওয়াল জন্য প্রার্থীরা উচ্চতা হতে হবে 152 সেমি ওজন হতে হবে 45 কেজি 800 মিটার দৌড়াতে হবে ৪ মিনিটের মধ্যে।
নিয়োগের পদ্ধতি : প্রথমে প্রিলিমিনারি পরীক্ষায় 100 নাম্বারের হবে ও মেন এক্সাম 85 মাসে শেষ থাকবে ইন্টারভিউ 15 নাম্বারের ।
পরীক্ষা পদ্ধতি : পরীক্ষা হবে মোট 100 নম্বরের multiple-choice থাকবে সময়সীমা এক ঘন্টা থাকবো পত্র বাংলা ভাষায় হবে ও নেগেটিভ মার্কিং থাকবে প্রতিটি ভুল উত্তরের জন্য ৪/১ পার্সেন্ট নম্বর কাটা হবে।
কোন মন্তব্য নেই: