ভারতীয় স্ট্যান্ডার্ডস 165 জন অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার সিনিয়ার জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে।
শূন্য পদ : Assistant Director 2,Assistant Director (Marketing & Consumer Affairs 1 ,Assistant Director (Library) 1,Assistant Section Officer 17 ,Personal Assistant 16,Junior Translator (Hindi) 1, Library Assistant, 1, Stenographer 17, Senior Secretariat Assistant 79 , Junior Secretariat Assistant 36।
শিক্ষাগত যোগ্যতা : অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ডিগ্রী পাস সমতুল্য কম্পিউটারের জ্ঞান থাকতে হবে।
পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট : কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রী সঙ্গে কম্পিউটার জ্ঞান ইংরেজি বা হিন্দি শর্ট হ্যান্ড টেস্ট দিতে হবে।
পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট : কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রী সঙ্গে কম্পিউটার জ্ঞান ইংরেজি বা হিন্দি শর্ট হ্যান্ড টেস্ট দিতে হবে।
সিনিয়রএসিস্টেন্ট : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলার ডিগ্রি 15 মিনিটে 2০০০ স্পেশাল স্টেপ স্পিড পাওয়ার পয়েন্টে এক একটি জন্য 15 মিনিট।
জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট : কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ডিগ্রির সঙ্গে কম্পিউটারের টেস্ট ও টাইপিং নেয়া হবে।
প্রার্থী বাছাই : এসিস্টেন্ট সেকশন অফিসার জুনিয়ার এসিস্ট্যান্ট পদে অনলাইনে পরীক্ষা টাইপিং টেস্ট এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার পদে অনলাইনে পরীক্ষা শর্টহ্যান্ড টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে সিনিয়র এসিস্টেন্ট অনলাইনে পরীক্ষা আছে টেস্ট ওয়ার্ড প্রশংসা পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
আবেদনের ফ্রী : রাখা হয়েছে 500 টাকা ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড ক্যাশ কার্ড মোবাইলে অনলাইনের মাধ্যমে ফ্রি দেওয়া যাবে তপশিলি জাতি ও তপশিলি উপজাতিদের শারীরিক প্রতিবন্ধী ও মহিলাদের প্রার্থী দিতে হবে না।
আবেদনের পদ্ধতি : আপনাদের ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হয় বৈধ ইমেইল আইডি মোবাইল নাম্বার থাকতে হবে অনলাইনে আবেদন করা যাবে আগামী 26 সেপ্টেম্বর সন্ধ্যা 6টা পর্যন্ত ওয়েবসাইটের লিংক : https://bis.gov.in/
বিজ্ঞপ্তির লিংক : https://bis.gov.in/wp-content/uploads/2020/09/Advertisement-05-Sept-2020.pdf
কোন মন্তব্য নেই: