রাজ্য পুলিশের সাব-ইন্সপেক্টর এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর ও কনস্টেবল নিয়োগ করা হচ্ছে 139 জনকে টেকনিক্যাল নিয়োগ করা হবে পোস্ট পুলিশের স্টেশনের জন্য ইন্ডিয়ান নেভি ইন্ডিয়ান কোস্ট গার্ড ও বিএসএফ ওয়াটার ইন্ডো টিবেটান বর্ডার পুলিশে নিয়োগ করা হবে প্রার্থীদের আবেদন করতে পারবেন প্রার্থী বাছাই করা হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট এর মাধ্যমে।
বেতন : পশ্চিমবঙ্গ পুলিশের বেতন সাব-ইন্সপেক্টর পদে অনুযায়ী ৩২১০০ -৮২৯০০ টাকা এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর ৮ অনুযায়ী ২৭০০-৬৯৮০০ টাকা ও কনস্টেবল লাভের অনুযায়ী ২২৭০০-৫৮৫০০ টাকা ।
শিক্ষাগত যোগ্যতা ও বয়স : সাব ইন্সপেক্টর অন্তর দু বছরে কাজ করে থাকতে হবে বয়স সীমা 45 বছর হতে হবে।
এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর পদে কাজ করতে হবে বয়স হতে হবে 45 বছর।
কনস্টেবল হিসাবে অন্তর 3 বছর কাজ করে থাকতে হবে বয়সে উর্ধ্বসীমা 45 বছর ও সব ক্ষেত্রেই একই জানুয়ারি ২০২০ তারিখ হিসাবে বয়স হতে হবে।
প্রার্থী বাছাই : লেখা পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে ।
আবেদন ফি : সাব-ইন্সপেক্টর পদে 350 টাকা রাখা হয়েছে এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর পদে 275 টাকা কনস্টেবল পদে 225 টাকা এছাড়াও রাজ্য তপশিলি জাতি ও তপশিলি উপজাতি 25 টাকা সম্পদের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ তপশিলি জাতি ও তপশিলি উপজাতি দিতে হবে না তাদের কেবলমাত্র প্রশংসা 25 টাকা দিতে হবে।
আবেদনের পদ্ধতি আবেদন করতে হবে ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকে তবে অনলাইনে আবেদন করা যাবে আগামী ১৮অক্টোবর পর্যন্ত।
ওয়েবসাইটের লিংক : http://wbpolice.gov.in/
বিজ্ঞপ্তির লিংক : http://wbpolice.gov.in/writereaddata/wbp/Information_to%20_Applicants_coastal_security.pdf
কোন মন্তব্য নেই: