ইলেকট্রিক কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড ৩৫০ জনকে টেকনিশিয়ান অফিসার পদে নিয়োগ করা হবে 9 মাসে চুক্তির ভিত্তিতে বিজ্ঞপ্তি নাম্বার : 26/2020।
শূন্য পদ ; HYDERABAD ; 200টি , NEW DELHI : 40 টি, BENGALURU : 50 টি, MUMBAI : 40 টি, KOLKATA : 20 টি Total : 350 ।
বেতন : 23000 টাকা।
প্রার্থী বাছাই করা হবে : মেধাতালিকা ভিত্তি করে প্রার্থী বাছাই করা হবে ও নথি পত্র যাচাই করে নিয়োগ করা হবে।
বয়স সীমা : 31 শে জুলাই এর মধ্যে ২০২০, ২০ তারিখ হিসাবে বয়সের উর্ধ্বসীমা 30 বছরের মধ্যে হতে হবে জন্ম তারিখ 31 জুলাই ১৯৯০ এর পরে হতে হবে সংরক্ষিত শ্রেণি প্রার্থীর নিয়ম অনুযায়ী বয়সের উর্ধ্বসীমা ছাড় পাবেনা ।
আবেদনের পদ্ধতি : আপনাদের অনলাইনে আবেদন করতে হবে বৈধতা ইমেইল আইডি মোবাইল নম্বর থাকতে হবে অনলাইনে আবেদন করার সময় আগামী 30 আগস্ট দুপুর ২টো পর্যন্ত হবে ওয়েবসাইট : http://www.ecil.co.in/
বিজ্ঞপ্তি লিংক : http://careers.ecil.co.in/app/ADVT_26_2020.pdf
কোন মন্তব্য নেই: