মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়// জানিয়েছে যে করোনা //আবহে 33000 শুন্য// পদে নিয়োগ করবে রাজ্য সরকার ??
করোনা পরিস্থিতিতে আবহে থেকে শূন্য পদে নিয়োগ করবে রাজ্য সরকার পরিকল্পনা সম্প্রতি মন্ত্র জানিয়েছে যে একটি বৈঠকে সিদ্ধান্ত হয়েছে শূন্য পদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হবে রাজ্য সরকারের অর্থমন্ত্রক জানিয়েছে যে নিয়োগ নিয়োগ হবে গ্রুপ ডি গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে তবে রাজ্য সরকারের প্রায় 33000 শুন্য পদে নিয়োগ।
শূন্য পদ :33000 শুন্য পদে নিয়োগ করা হবে রাজ্য সরকার এই শূন্য পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এই মাসে।
রাজ্য সরকারের অর্থ দফতর থেকে জরুরি ভিত্তিতে 33000 শূন্য পদে নিয়োগ দিয়ে সিদ্ধান্ত নিয়েছে তড়িঘড়ি বিজ্ঞপ্তি জারি হবে গ্রুপ ডি ও গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে তবে কোন দপ্তর থেকে নিয়োগ হবে স্পষ্ট হয় জানানো হবে বলে ।
রাজ্য সরকারের প্রশাসন সূত্রে জানা গিয়েছে যে সব থেকে বেশি নিয়োগ হবে গ্রুপ সি পদে মোট 177২3 পদে তবে বলা যাচ্ছে যে এছাড়াও গ্রুপ ডি পদে 9127 এবং গ্রুপ ডি পদে 64৭৮০ জনকে নিয়োগ করা হবে বিশেষভাবে শারীরিক ক্ষমতা শারীরিক মাপজোক সংরক্ষিত থাকবে এই পদের জন্য।
বর্তমানে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এই পদে নিয়োগ করা হবে ও রাজ্য সরকারের অর্থমন্ত্রীর জানিয়েছে যে 2017 সালে বিজ্ঞপ্তি প্রকাশ করে গ্রুপ সি ও ডি পদে নিয়োগের জন্য পাবলিক সার্ভিস কমিশনের দায়িত্ব করেছিল যে এই নতুন আইনে এরপর হবে স্টাফ সিলেকশন কমিশন এর মাধ্যমে।
এর আগে রাজ্য সরকার থেকে জানিয়েছিল যে স্টাফ সিলেকশন এর মাধ্যমিক নিয়োগ হয় সেই আইনের মোতাবেকই 2013 সালে নিয়োগের দায়িত্ব দিয়ে স্টাফ সিলেকশন কমিশনের গ্রুপ সি ও গ্রুপ ডি পদে স্টাফ সিলেকশন কমিশন এর মাধ্যমে 2017 সালের বিধানসভা পাশের পর হয়ে ।
কোন মন্তব্য নেই: