জাহাজ মেরামতি কারখানায় নিয়োগ 2019 | Naval Ship Repair Recruitment | 172 Vacancies for Apprentice Post
নৌ জাহাজ মেরামত পরিচর্যা 2019: নৌ জাহাজ মেরামত ইয়ার্ডের নিয়োগের জন্য নিয়োগের আবেদনপত্র আমন্ত্রিত হয়েছে। সকল আগ্রহী প্রার্থী 23 জুলাই 2019 এর আগে বা তার আগে নির্ধারিত বিন্যাসে পোস্টগুলিতে আবেদন করতে পারেন।
যোগ্যতা: ৫০% নাম্বার নিয়ে মাধ্যমিক পাশ করতে হবে সংশ্লিষ্ট আইটিআই পাশ করতে হবে ৬৫% নাম্বার সহ।
Total Vacancy – 172
- Electrician – 13 Posts
- Electronic Mechanic – 17 posts
- Machinist – 9 Posts
- Turner – 7 Posts
- Welder – 10 posts
- Painter (General) – 8 posts
- Electroplater – 5 Posts
- Mechanic Motor Vehicle – 2 Posts
- Mechanic Refrigration and Air Conditioning – 8 Posts
- Fitter – 18 Posts
- Computer Operation of Programming Assistant – 13 Posts
- Shipwright/Carpenter – 12 Posts
- Sheet Metal Worker – 8 Posts
- Diesel Mechanic – 16 Posts
- Tailor (General) – 4 Posts
- Cutting and Sewing Machine Operator – 4 Posts
- Mechanic Instrument – 6 Posts
- Electrician – 6 posts
- Mechanic Radio and Rodar Aircraft – 6 Posts
Age Limit – 21 years (Age relaxation for reserved category candidates as per govt. norms)
প্রার্থীবাছাই: মাধ্যমিক এবং আইটিআই পাশের নাম্বার ভিত্তিতে মেধা তালিকা তৈরি হবে মেধা তালিকার ভিত্তিতে লেখা পরীক্ষা ইন্টারভিউ হবে সবশেষে মেডিকেল টেস্ট ও পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট এর মাধ্যমে প্রার্থীকে নির্বাচন করা হবে।
ট্রেনিং চলাকালীন বেতন পাবেন সমস্ত প্রার্থীরা ট্রেনিং এর সময়সীমা এক বছর ট্রেনিং শুরু হবে 15 ই অক্টোবর দুহাজার উনিশ তারিখ থেকে এবং অ্যাপ্রেন্টিস এক্টর নিয়ম অনুযায়ী দেয়া হবে সমস্ত প্রার্থীদের।
আবেদনের পদ্ধতি: ছবি 6 কপি পাসপোর্ট সাইজের আধার কার্ড প্যান কার্ড যাবতীয় প্রমাণপত্র জেরক্স আবেদনকারীদেরকে পাঠাতে হবে আবেদন পত্র পৌঁছনোর শেষ তারিখ 23 শে জুলাই 2019
জাহাজ মেরামতি কারখানায় নিয়োগ 2019 | Naval Ship Repair Recruitment | 172 Vacancies for Apprentice Post Reviewed by Karmasandhan Recruitment on জুন ১২, ২০১৯ Rating:
কোন মন্তব্য নেই: