রাজ্যে স্বাস্থ্য সাথী প্রকল্পে গ্রুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। wb swasthya sathi prakalpa recruitment
চাকরি প্রার্থীদের জন্য সুখবর পশ্চিমবঙ্গ স্বাস্থ্য সাথী প্রকল্পে গ্রুপ সি পদে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা ও সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে পশ্চিমবঙ্গের 23 টি জেলা থেকে আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয়।
পদের নাম : ডিরেক্ট কো-অর্ডিনেটর হসপিটাল।
শিক্ষাগত যোগ্যতা : যেকোন শাখা থেকে গ্রাজুয়েশন পাশ করে থাকলে আবেদন করতে পারবেন ।
মাসিক বেতন : 28 , 662 টাকা।
বয়স সীমা : 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে 25 .5 .2022 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবে সরকারি নিয়ম অনুযায়ী।
আবেদনের পদ্ধতি : অফলাইনে এর মাধ্যমে ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে অফলাইনে আবেদন করার শেষ তারিখ 30. 6. 2022 তারিখ পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অবশ্যই আবেদন করুন।
আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত নথি যুক্ত করতে হবে :
1) আধার কার্ড।
2) ভোটার কার্ড।
3) মাধ্যমিক পাশের মার্কশিট ও সার্টিফিকেট।
4)বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড।
5) কাস্ট সার্টিফিকেট।
6) পাসপোর্ট সাইজের কালার রঙিন ছবি।
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি : লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
আবেদন ফি : শূন্য।
ওয়েবসাইটের লিংক : http://north24parganas.gov.in/
বিজ্ঞপ্তির লিংক :
Reviewed by Karmasandhan Recruitment on মে ২৮, ২০২২ Rating:


.jpg)
.jpg)


.jpg)

কোন মন্তব্য নেই: