আধা সামরিক বাহিনীতে কর্মীনিয়োগ

নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকারের বড় পদক্ষেপ। এর আগেই রেলমন্ত্রী পীযূস গয়াল জানিয়েছিলেন রেলে প্রচুর কর্মীনিয়োগ করা হবে । এবার আধা সামরিক বাহিনীতে বিপুল পরিমাণ শূন্যপদে কর্মীনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।

কনস্টেবল থেকে আধিকারিক, আধা সামরিক বাহিনীতে মোট ৭৬,৫৭৮টি পদে কর্মী নেওয়া হবে। মহিলারাও আবেদন করতে পারবেন এই কাজের জন্য ।

CRPF, BSF, SSB সহ সকল কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীতেই কর্মীনিয়োগ করা হবে।

11 Feb থেকে 54,000 কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া শুরু হচ্ছে । অন্যান্য পদগুলির জন্যও খুব শীঘ্রই নিয়োগপ্রক্রিয়া শুরু হবে ।
সামরিক বাহিনীতে কর্মীনিয়োগ ৭৬,৫৭৮টি পদে , sumanjob.in
Reviewed by Karmasandhan Recruitment on February 06, 2019 Rating:

No comments: